জাতীয়বাংলাদেশলিড নিউজ

খুনিদের বিচারের সম্মুখীন করা হোক: ইইউ

এবিএনএ : বাংলাদেশে সম্প্রতি সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইইউ এর বিবৃতিতে ইইউ মৌলিক মানবাধিকার হিসেবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং শ্রদ্ধাবোধে উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ২৫ এপ্রিল জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় সহ নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হন। জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর দায় স্বীকার করেছে। ২৩ এপ্রিল হামলাকারীর চাপাতির আঘাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকি। চলতি মাসের ৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন সামাদ। এসব হত্যাকাণ্ডে ইইউ উদ্বেগ প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে ইইউ। বিবৃতিতে সব নাগরিকের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও সমানভাবে জরুরি বলে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button