জাতীয়বাংলাদেশলিড নিউজ

গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসা উচিত: প্রধানমন্ত্রী

এবিএনএ: গণতন্ত্রের স্বার্থে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘নির্বাচনে পরাজয় স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে এসে কথা বলা উচিত।’

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় উদ্বোধনী ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। দলের বর্তমান অবস্থা বিবেচনা করে গণতন্ত্রচর্চার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ হিসেবে শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট) পরাজয় স্বীকার করতে হবে। কারণ তারা যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং হত্যার রাজনীতি করার জন্য জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপি একজন পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে।’

Share this content:

Related Articles

Back to top button