বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘খালেদা জেলে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে’

এবিএনএ : খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের। শনিবার দুপুরে ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ওবাদুল কাদের বলেন, ‘বিএনপি যে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছে সেটি তারা জানে না, তার প্রমাণ- লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতির পিতার ছবি ভাঙচুর, হাইকোর্টে প্রিজন ভ্যানে হামলা।
মতবিনিময় অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button