
এবিএনএ : নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে উৎসবমুখর পরিবেশে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, ১৯৬১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
Share this content: