জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘তাপপ্রবাহ আরো ছড়িয়ে পড়বে’

এবিএনএ : তাপপ্রবাহ আরও নতুন এলাকাগুলোতে বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। টানা দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে।

শুক্রবার সিলেটে ১৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে ও রাতে অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলগুলোয় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

Share this content:

Related Articles

Back to top button