
এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার একাধিক মামলার আসামি। অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তৈমুর আলমকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।
Share this content: