
এবিএনএ : সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশের একটি তল্লাশি অভিযানের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চায় ক্ষমতাসীন সরকার। এ কারণে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এটা গণতন্ত্রের সভ্যতার চরম পরিপন্থী। ‘ তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের কিছু না জানিয়ে তালা ভেঙে পুলিশ কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। ভেতরে কয়েকজন কর্মচারীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। একটি অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে এ হানা দেওয়া হয়েছে। ‘
রিজভী আরো বলেন, ‘আমাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল তৌহিদ ও আমার উপস্থিতিতে পুলিশ বলে গেছে তারা কিছু পায়নি। সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেগুলো খুঁজতে তারা এসেছিল। কিন্তু তারা কিছুই পায়নি। পুলিশ শূন্য হাতে ফিরে গেছে। ‘ তিনি বলেন, ‘নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য যখন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের কর্মকাণ্ড করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় সরকার। ‘
Share this content: