বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির অবস্থান

এবিএনএ: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

এসময় তাদের হাতে কোনো প্রকার ব্যানার কিংবা ফেস্টুন দেখা যায়নি। কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। বিএনপি নেতাকর্মীদের কারণে এসময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে অচলাবস্থা বিরাজ করছে।

court

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। বিএনপি কর্মীদের আদালতের সামনে অবস্থানের কারণে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Share this content:

Back to top button