আমেরিকা

ট্রাম্পের রানিংমেট হওয়ার প্রস্তাব পান কাসিচ

এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রামিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ওহাইও রাজ্যের গর্ভনর জন কাসিচ।

সিএনএনকে এ কথা বললেও কাসিচ জানিয়েছেন, সরাসরি নয়, বরং তার এক সহযোগীর মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়। তবে ঘটনা সত্য বলে দাবি করেন তিনি।

রিপাবলিকান পার্টির ১৬ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে একজন ছিলেন জন কাসিচ। মনোনয়নের জন্য ট্রাম্পের প্রয়োজনীয় ডেলিগেট নিশ্চিত হওয়ার পর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া জন কাসিচ বসে যান।

জন কাসিচকে ট্রাম্পের রামিংমেট করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কাসিচকে ভাইস প্রেসিডেন্ট পদে পেতে চেষ্টা করেন। কাসিচকে অভ্যন্তরীণ ও বিদেশি বিষয়ে পরিপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছিল।

সিএনএনের স্টেট অব ইউনিয়ন প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে কাসিচ বলেন, তার কোনো এক সহযোগীর বলা ওই কথা সত্য।

ক্যাম্পেইন ম্যানেজার জ্যাসন মিলার তখন সিএনএনকে জানিয়েছিলেন, পুরো বিষয়টিই উদ্ভট। এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ট্রাম্প জুনিয়রও বিষয়টি প্রত্যাখ্যান করেন।

তবে জন কাসিচ বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা তার কখনো ছিল না। তিনি বলেন, ‘আমি এখন বিষয়টি ভেবে দেখিনি… আমি হতাম সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট। অনেক কিছু বলার আছে আমার।’

ট্রাম্প দলীয় মনোনয়ন পেলেও এখনো পর্যন্ত তাকে সমর্থন দেননি কাসিচ। তিনি জাতীয় সম্মেলনেও যাননি। এ নিয়ে কথা শুনতে হয়েছে তাকে। তবে তার দাবি, নিজে যেটি ভালো মনে করেছেন, সেটিই করেছেন তিনি। তার দাবি, ‘বিশ্বাস করুন আর নাই করুন, দলীয় প্রার্থীর প্রতি আমার শ্রদ্ধা আছে।’

ট্রাম্পকে ভোট দেবেন কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ট্রাম্পকে না দিলে হিলারিকে ভোট দেবেন কি না- প্রশ্নের উত্তরে ‘না’ বলেন তিনি। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি দেখে ট্রাম্পকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন জন কাসিচ।

এদিকে একের পর বিতর্কিত মন্তব্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করায় সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিতর্ক যতই চলুক, নিজ অবস্থান থেকে নড়ছেন না তিনি। সবশেষ শনিবারের এক বক্তব্যেও হিলারিকে ‘মিথ্যাবাদী’ ও প্রেসিডেন্ট পদে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে হিলারি শিবির ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ ও প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button