বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে: মওদুদ

এবিএনএ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দুই দিন পেরিয়ে গেলেও তাকে এখনও চিকিৎসকের কাছে নেয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে। তার কিছু হলে দায়দায়িত্ব এই সরকারকে নিতে হবে। দেশের ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না।’ সোমবার (১১ জুন) দুপুরে নোয়াখালীর নিজ বাড়িতে এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন মওদুদ। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতাকর্মীদের সঙ্গে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এই মন্ত্রী। মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না। কারণ তারা মনে করে এই সুযোগ যদি একবার জনগণকে দেয়া হয় তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে।’

মওদুদ বলেন, ‘আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আজ আমাকে আমার নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয় না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে নিষেধজ্ঞা জারি করে। আমার বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। এসব পুলিশ আবার আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে।’ তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button