
এবিএনএ: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদাকে জিয়ার চিকিৎসার জন্য খুব শিগগির তাকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড যা সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রয়োজনে শিঘ্রই বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হবে।’
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিএনপি ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান। মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মইন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কবে নাগাদ খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানো হবে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘সুনিদিষ্ট কথা বলতে পারব না। কারণ তিনি কতখানি অসুস্থ তার ওপর সেটা নির্ভর করবে। ডাক্তার প্রতিদিন দেখছে, তাকে যখনই প্রয়োজন তখনই ডাক্তার পাঠানো হবে। আশা করি শিগগির খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন যখন থেকে কারাগারে অন্তরীণ, তখন থেকেই চিকিৎসা থেকে শুরু করে যা যা দরকার সবগুলো জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তার মহিলা এটেন্ডেন্সও আমরা দিয়েছি।’ ‘আমরা এর আগে তাকে বঙ্গবন্ধু হাসপাতালে পাঠিয়েছিলাম। সেখানে তারা রিলিজ করলে আবার নিয়ে আসা হয় কারাগারে। আপনারা এও জানেন কোর্টের মাধ্যমে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। এই বোর্ড তার চিকিৎসকরা সর্বপ্রকার ব্যবস্থা করবে। এই বোর্ড গত ২৪ তারিখে কারাগারে ভিজিট করেছেন। তারা কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন। এর তাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো জন্য বলেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বোর্ড যেভাবে বলেছে সেভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে আবারও তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিচ্ছি। বিএনপি নেতারা বলেছেন ইউনাইটেড হাসপাতালে নেয়ার জন্য, আমি বলেছি কোর্ট যেভাবে বলেছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’ খালেদার চিকিৎসায় চিকিৎসক কী বলেছেন জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘তার জন্য যে মেডিকেল বোর্ড করা হয়েছে, তারা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাগুলো কারাগারের অভ্যন্তরে করা সম্ভব নয়। এজন্য তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নেওয়া হবে। তার যাতে সুচিকিৎসা হয় সেই ব্যবস্থাটা আমরা করবব।’
Share this content: