জাতীয়বাংলাদেশলিড নিউজ

নিহতরা সবাই দেশীয় জঙ্গি, গুলশানের সঙ্গে মিল রয়েছে

এ বি এন এ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রাজধানীর কল্যাণপুর নিহত ৯ জঙ্গির সবাই দেশীয় জঙ্গি এবং এদের সঙ্গে গুলশান হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার মিল রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুরে জঙ্গি আস্তানা পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি। তিনি বলেন, নিহত জঙ্গিদের পোশাক-আসবাব সবকিছুতেই গুলশানে হামলাকারীদের সঙ্গে মিল রয়েছে। তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। জঙ্গিরা গুলি করতে করতে পালাতে চেষ্টা করেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেডও ছোড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে। রাজধানী ঢাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল এদের। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এবং অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button