
এবিএনএ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে। দল ভারীর জন্য বসন্তের কোকিলদের টানবেন না। সময় মতো এসব বসন্তের কোকিলদের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে দলের এ শীর্ষ নেতা আরও বলেন, বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। দূষিত রক্ত বের করে দিতে হবে। অনেক স্থানে দীর্ঘদিন কাউন্সিল না হওয়ার কারণে আওয়ামী লীগের সেশনজট হয়ে গেছে। এখন স্বচ্ছ ও ক্লিনদের দলে স্থান দিতে হবে। যারা ছাত্রলীগ, যুবলীগ করে এখন অপেক্ষায় আছেন এমন স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
Share this content: