
এবিএনএ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্যাসিনো দুর্নীতির চেয়েও সরকারের বড় দুর্নীতি হচ্ছে ২৯ ডিসেম্বরের ভোট ডাকাতি। এই সরকার ভোটের সরকার নয়, ভোট ডাকাতির সরকার। বৃহস্পতিবার বিকালে নগরীর রেওলয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার একটি দুর্নীতিবাজ সরকার। ছাত্রলীগ, যুবলীগসহ সব লীগই দুর্নীতিতে ভরা। সাধারণ মানুষ কোনো দুর্নীতিবাজ সরকারকে চায় না। ময়মনসিংহে বিএনপির সমাবেশে লোকজনের উপস্থিতিই প্রমাণ করে মানুষ বিএনপিকে কত ভালোবাসে। আগামী দিনে মানুষের ভালোবাসা নিয়েই বিএনপি ক্ষমতায় আসবে।’ মির্জা ফখরুল আরো বলেন, ‘দলীয় নেতাকর্মীদের অনিয়ম দুর্নীতির কারণেই আওয়ামী লীগ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এক সময় ঢাকা শহর মসজিদের শহর থাকলেও বর্তমানে ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে আওয়ামী লীগ।’
বিএনপির বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
Share this content: