
এবিএনএ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন মারা গেছেন। পুড়ে গেছে হাজারো ঘরবাড়ি। নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ঘরবাড়ি ছেড়েছেন।
এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দুজন ও মেনডোসিনোতে একজনের মৃত্যু হয়েছে। এসব অঞ্চলে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।
Share this content: