বিনোদন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরীতে ইমরান হাশমির তথ্যচিত্র

এবিএনএ : ক্যান্সারকে খুব কাছ থেকে দেখেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এই তো কদিন আগেই একমাত্র ছেলে আয়ান ক্যান্সারকে জয় করে ফিরে এসেছে। দুঃসহ সেই মুহূর্তের স্মৃতিগুলো ধারণ করে তিনি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি তথ্যচিত্র তৈরি করছেন।
রোববার টুইটারে ইমরান হাশমি এই তথ্যচিত্র সম্পর্কে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ক্যান্সার সম্পর্কিত তথ্যচিত্রের কাজ শুরু হয়েছে। একদম প্রারম্ভিক পর্যায়ে আছে কাজ। ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে হবে।
এর আগে ক্যান্সার নিয়ে ইমরান হাশমি একটি বই লিখেছিলেন। ২০১৪ সালে ইমরানের ছয় বছর বয়সী ছেলের ক্যান্সার ধরা পড়ার পর তাদের পরিবারকে কষ্টের মুহূর্তগুলো এবং কীভাবে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ছেলে জয়ী হলো তা ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যানসার’ বইটিতে উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া।

Share this content:

Related Articles

Back to top button