এবিএনএ: বিষয়টি অসম্ভব বলে মনে হতে পারে। কিন্তু ইসরায়েলের একদল বিজ্ঞানী বিষয়টিকে সত্য বলেছেন। ক্যানসার সম্পূর্ণভাবে নিরাময়ের চিকিৎসা আগামী এক বছরের মধ্যেই তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন তারা। ইসরায়েলের অ্যাক্সেলারেটেড ইভ্যুলেশন বায়োটেকনোলজিস কোম্পানির বিজ্ঞানী দলটির এমন দাবি পুরো বিশ্বকে চমকে দিয়েছে।
দ্য জেরুজালেম পোস্টকে কোম্পানিটির চেয়্যারম্যান ড্যান অরিদর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই বিশ্বে প্রথমবারের মতো ক্যানসারের ‘সম্পূর্ণ নিরাময়’ তারা নিয়ে আসতে যাচ্ছেন। এমনকি এই চিকিৎসা স্বল্পমেয়াদী, ব্যয়সাশ্রয়ী ও কার্যকরী হবে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না।
তিনি বলেন, ‘আমাদের ক্যানসার নিরাময় চিকিৎসা প্রথম দিন থেকেই কার্যকরী হবে এবং মাত্র কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হবে। বর্তমানে প্রচলিত অন্যান্য চিকিৎসাগুলোর তুলনায় খুব সাশ্রয়ী হবে এবং সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না। জেনেটিক এবং পারসোনাল উভয় ভাবে চিকিৎসা হবে।’
মুতাটো (মাল্টি-টার্গেট টক্সিন) নামক এই চিকিৎসা মূলত ক্যানসার অ্যান্টিবায়োটিক স্কেলের, যা ক্যানসার নিরাময়ের সর্বোচ্চ প্রযুক্তি।
এটি ক্যানসার আক্রান্ত কোষকে অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন উপাদানগুলো নিয়ে একত্রে আক্রমণ করে। ক্যানসার আক্রান্ত কোষে এই সমন্বিত আক্রমণই এই চিকিৎসার মূল হাতিয়ার। ক্যানসারের কোষগুলো এমনভাবে পরিবর্তিত হবে, যা বাদ দেওয়া যাবে। এ পদ্ধতিতে রিসেপটরকে একবার আক্রমণের পরিবর্তে, একই সময়ে তিনবার আক্রমণ করা হবে। এমনকি ক্যানসারও একই সময়ে তিনটি রিসেপটরকে পরিবর্তন করতে পারে না।
প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা ইতিমধ্যে মানুষের ক্যানসার কোষ নিয়ে ইঁদুরের ওপর এই চিকিৎসায় সফলতা পেয়েছে। এছাড়াও ইন-ভিট্রো ট্রায়ালগুলোও শেষ করেছে এবং খুব শিগগির ক্লিনিক্ল্যাল ট্রায়াল শুরু করবে।
এই দাবির বাস্তবতা প্রসঙ্গে অনেকে অবশ্য সন্দেহও প্রকাশ করেছেন। যেমন এনওয়াইইউ ল্যানগোন হেলথের পার্লমুটার ক্যানসার সেন্টারের পরিচালক ডা. বেন নিল ফক্স নিউজকে বলেন, ‘অবশ্যই, ক্যানসার নিরাময় করা প্রত্যেকের লক্ষ্য যারা প্রতিদিন ক্যানসার সেন্টারে কাজ করতে আসে। যদি সত্যিই প্রতিষ্ঠানটি ক্যানসারের সম্পূর্ণ নিরাময় করতে পারে তাহলে তারা আমার অভিনন্দন এবং ধন্যবাদ পাবে। কিন্তু ক্যানসার হচ্ছে মাল্টিপল রোগ। তাই ওই প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাবে ক্যানসার নিরাময়ের উপায় খুঁজে পেয়েছে মনে করাটা অত্যন্ত অসম্ভাব্য। সংক্রমণ নিরাময়ের একক কোনো প্রতিকার নেই।’
যা হোক, ইসরায়েলের ফার্মাসিটিক্যাল কোম্পানি অ্যাক্সেলারেটেড ইভ্যুলেশন বায়োটেকনোলজিস যদি সত্যিই ক্যানসার সম্পূর্ণ ভাবে নিরাময়ের উপায় বিশ্বে নিয়ে আসতে পারে, তাহলে তা অসাধারণ কিছু হবে। কারণ ক্যানসার বিশ্বব্যাপী সর্বাধিক মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে পরিচিত।