বিনোদনলিড নিউজ

কোয়েনাকে ফ্ল্যাটের বাথরুমে আটকে রাখত বয়ফ্রেন্ড

এবিএনএ: বলিউডের অন্দরমহলে বিভিন্ন সময়ে বিতর্কিত ঘটনা ঘটে থাকে। এবার তেমনই এক খবর পাওয়া গেল। নিজের মুখে অত্যাচারের চরম কাহিনি বললেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। ‘বিগবস ১৩’ -এ এবারের প্রতিযোগী বঙ্গ সুন্দরী কোয়েনা মিত্র। তিনি গত শুক্রবারের পর্বে ফাস করেন এক  গোপন কথা। জানান তার প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের কথা। তুরস্কের বাসিন্দা ছিলেন  কোয়েনার প্রাক্তন প্রেমিক। অনুষ্ঠানে কোয়েনা জানান, বয়ফ্রেন্ড ছিলেন অত্যন্ত ‘পজেসিভ’।

Share this content:

Related Articles

Back to top button