কোন ষড়যন্ত্র শাকিবকে দমাতে পারবে না: বুবলি

এবিএনএ : শাকিব খানকে ঢাকার চলচ্চিত্রে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা আসে গত ২৯ এপ্রিল। পরদিন চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশে গণমাধ্যমে অসম্মানজনক বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমা চান শাকিব। এর আগে চিত্র নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে ও সন্তান নিয়ে টেলেভিশনের সামনে আসার ঘটনায় মিডিয়া পাড়ায় হৈ চৈ পড়ে যায়। শুরুর দিনে বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বললেও পরে স্ত্রী ও সন্তানকে মেনে নেন তিনি। অসুস্থ শাকিবকে হাসপাতালে দেখতেও যান অপু বিশ্বাস। শাকিব-অপুর বিতর্কের শুরু থেকে আলোচনায় ছিলেন আরেক চিত্রনায়িকা শাকিবের সহশিল্পী শবনম বুবলি। যিনি রংবাজ ছবিতে শাকিবের নায়িকা। চলচ্চিত্রের নতুন এ নায়িকাকে নিয়েই দূরত্ব তৈরি হয় ও সম্পর্কের অবনতি ঘটে শাকিব খান ও অপুর মধ্যে। দশ মাস ধরে অপুর অনুপস্থিতির সময় তিনি শাকিব খানের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে পাদপ্রদীপের আলোয় চলে আসেন।
Share this content: