বিনোদন

কোন ষড়যন্ত্র শাকিবকে দমাতে পারবে না: বুবলি

এবিএনএ : শাকিব খানকে ঢাকার চলচ্চিত্রে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা আসে গত ২৯ এপ্রিল। পরদিন চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশে গণমাধ্যমে অসম্মানজনক বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমা চান শাকিব। এর আগে চিত্র নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে ও সন্তান নিয়ে টেলেভিশনের সামনে আসার ঘটনায় মিডিয়া পাড়ায় হৈ চৈ পড়ে যায়। শুরুর দিনে বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বললেও পরে স্ত্রী ও সন্তানকে মেনে নেন তিনি। অসুস্থ শাকিবকে হাসপাতালে দেখতেও যান অপু বিশ্বাস। শাকিব-অপুর বিতর্কের শুরু থেকে আলোচনায় ছিলেন আরেক চিত্রনায়িকা শাকিবের সহশিল্পী শবনম বুবলি। যিনি রংবাজ ছবিতে শাকিবের নায়িকা। চলচ্চিত্রের নতুন এ নায়িকাকে নিয়েই দূরত্ব তৈরি হয় ও সম্পর্কের অবনতি ঘটে শাকিব খান ও অপুর মধ্যে। দশ মাস ধরে অপুর অনুপস্থিতির সময় তিনি শাকিব খানের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে পাদপ্রদীপের আলোয় চলে আসেন। কোন ষড়যন্ত্র শাকিবকে দমাতে পারবে না: বুবলি

শাকিব-অপুর বিতর্কের সময় ফেসবুকে স্টাটাসে বুবলি লিখেছেন, ‘রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে। অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক।’ এবার শাকিব খানকে ঢাকার চলচ্চিত্রে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণার খবরেও স্ট্যাটাস দেন বুবলি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোন অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না। যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে যার প্রমাণ এর মধ্যে পাচ্ছে সবাই। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাবো। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের সার্থেই কাজ করতে চাচ্ছি। তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’

Share this content:

Back to top button