বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কেয়ামতের দিন পর্যন্ত অভিযোগ করবে বিএনপি: কাদের

এবিএনএ: কেয়ামতের দিন পর্যন্ত বিএনপি অভিযোগ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যখন দেখে নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, তখন তারা একতরফা নির্বাচনের অভিযোগ করে। সোমবার বিকেলে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন হওয়ার আগেই হেরে যায়। নির্বাচন সম্পর্কে বিরূপ মন্তব্য ও নালিশ করা তাদের পুরনো অভ্যাস। সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী এবং তৃণমূলের নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

Share this content:

Back to top button