বিনোদনলিড নিউজ

একসঙ্গে বিপাশা হায়াত-মাশরাফি

এবিএনএ : গানের ভিডিওতে একসঙ্গে আসছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক-নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আসছে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবার এই দিবসকে সামনে রেখে ‘সব্বাই সবার মতনই’ শিরোনামে বিশেষ একটি গান করেছেন ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। গানটির কথাও তার লেখা। আর এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজু।
ড্রামা আকারে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমাজ ও কার্যক্ষেত্রে অন্তর্ভুক্তিকে মুখ্য করে চলতি বছরের অটিজম সচেতনতার বিষয়টিকে প্রতিপাদ্য করে ড্রামার মাধ্যমে গানটিতে তুলে ধরা হয়েছে। গানের ভিডিও প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে।

Share this content:

Back to top button