আন্তর্জাতিকলিড নিউজ

কোনও অস্ত্রোপচারই হয়নি, আশঙ্কাজনকও ছিলেন না কিম : দক্ষিণ কোরিয়া

এবিএনএ : টানা প্রায় তিন সপ্তাহ উধাও হয়ে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জল্পনা ছিল ওই সময়ে তার হার্ট অপারেশন হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিল দক্ষিণ কোরিয়া। জানানো হয়েছে, কিম এর কোনও অপারেশন হয়নি।

সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ দিয়েছে বিশ্ব গণমাধ্যম। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়া থাকার মতো ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও কেউ এর কোনটাই নিশ্চিত করতে পারেনি। কিম সম্পর্কে কোনও তথ্য জানাতে পারেনি জাতিসংঘও।

তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর প্রকাশ্যে আসেন উত্তর কোরিয়ার এই একনায়ক। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ একটি কারখানা উদ্বোধন অনুষ্ঠানে কিম যোগ দিয়েছেন বলে খবর প্রচার করেছে।

উল্লেখ্য, কিমের হঠাৎ উধাও হয়ে যাওয়া এটাই প্রথম না। ২০১৪ সালে একবার ৬ সপ্তাহ পরে জনসমক্ষে এসেছিলেন। একটি বৈদ্যুতিক গাড়িতে চেপে গণমাধ্যমের সামনে এসেছিলেন উত্তর কোরিয়ার নেতা। শনিবারও সেরকমই একটি ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া।

Share this content:

Related Articles

Back to top button