বিনোদন ডেস্ক, এবিএনএ:
প্রথম ঘোষণাতেই বিতর্ক তৈরি হয়েছিল অনন্যা পান্ডেকে নিয়ে। ‘কেশরী-২’ সিনেমায় তাঁর কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। ট্রোল, নেতিবাচক মন্তব্য, সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঢেউ—সবই এসেছিল একসঙ্গে। কিন্তু সেই সব অতিক্রম করে অনন্যা সুযোগটা কাজে লাগিয়েছেন অসাধারণভাবে।
সিনেমায় দিলরীত গিল—ভারতের প্রথম নারী আইনজীবীর চরিত্রে অনন্যা পান্ডে নিজেকে মেলে ধরেছেন বলিষ্ঠ অভিনয়ে। একের পর এক দৃশ্যে তার সংবেদনশীলতা, আত্মবিশ্বাস ও অভিনয়ের পরিণততা প্রমাণ করেছে, এই চরিত্রের জন্য তাঁর নির্বাচন ভুল ছিল না।
পরিচালক করণ সিং ত্যাগী এক সাক্ষাৎকারে বলেন,
“আমি এমন কাউকে খুঁজছিলাম, যার মধ্যে কোমলতা আর দৃঢ়তা দুই-ই থাকবে। অনন্যা সেটাই তুলে ধরেছে। সে সত্যিই পর্দায় ডাইনামাইট ছিল।”
তিনি আরও যোগ করেন,
“আমরা চিত্রনাট্যের প্রতি সৎ ছিলাম। চরিত্রের জন্য যা দরকার ছিল, অনন্যার মধ্যে আমরা তা পেয়েছি।”
অক্ষয় কুমার, আর. মাধবন সহ তারকারা থাকলেও অনন্যা নিজের অভিনয়গুণে আলাদাভাবে নজর কাড়েন বলে মত সমালোচকদের অনেকের।
এই ধরনের রিপোর্ট পাঠকের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনি চাইলে এই প্রতিবেদনটি আরও সংবেদনশীলভাবে গল্পের ঢঙে উপস্থাপন করে দিতে পারি—যেমন “অনন্যা পান্ডের নীরব প্রতিশোধ” বা “সমালোচনার ছায়া পেরিয়ে আলোয় অনন্যা” টাইপের শিরোনামে।
Share this content: