চীনে ম্যাসাজ পার্লারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

এবিএনএ : চীনের একটি ফুট ম্যাসাজ পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পুলিশ একজনকে আটক করেছেন।
চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে চেচিয়াং প্রদেশের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও ১০ জন মারা যায়।
চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে আগুন লাগার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাসাজ পার্লার থেকে কালো ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়েছে। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ছিল পার্লারটি। প্রাণ বাঁচাতে সেখান থাকা লোকজন জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আগুন লাগার কারণ জানা যায়নি। চীনে অগ্নিনির্বাপক ব্যবস্থা খুবই দুর্বল। জরুরি অবস্থায় বের হওয়ার দরজা অধিকাংশ ভবনেরই বন্ধ থাকে। গত মাসে চীনে বয়স্কদের একটি কেয়ার সেন্টারে আগুন লেগে সাতজন নিহত হয়েছিল।
Share this content: