
এবিএনএ: দলের মনোনয়ন বোর্ডের সভায় স্কাইপের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালউদ্দীন আহমেদ। আজ সোমবার কমিশনের এক বৈঠকের পর ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে হেলালউদ্দীন আহমেদ এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে তারেকের স্কাইপ আলোচনার বিষয়ে দায়ের করা অভিযোগ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তাতে কমিশন সিদ্ধান্তে এসেছে এটি আচরণবিধি লঙ্ঘন করে না। তিনি (তারেক রহমান) যেহুতু দেশে নেই তাই নির্বাচনী আচরণবিধির আওতায় তিনি পড়বেন না।’তারেক রহমান স্কাইপে নির্বাচনী চালাতে পারবেন কি না এমন প্রশ্নে উত্তরে সচিব বলেন, ‘এই বিষয়ে নির্বাচনে কমিশনরে কিছু করার নেই।’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর সংঘর্ষের ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ বলে অবিহিত করেছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, ‘নয়া পল্টনের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। গতকাল পুলিশ আমাদের প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের ভিডিও, স্থিরচিত্র, অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন সভা মনে করে এটা ফৌজদারি অপরাধ।’
Share this content: