জাতীয়বাংলাদেশ

কুমিল্লায় ৫ম দিনে কলেজে ছাত্রীদের ব্যাপক ভাঙচুর

এ বি এন এ : কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে শনিবার কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারী ছাত্রীরা। বৃহস্পতিবার ও শনিবার কলেজ ও হোস্টেল বন্ধ থাকলেও বন্ধের মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তারা কলেজের দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করে। কলেজের শোভাবর্ধক আসবাবপত্র, উপাধ্যক্ষের নেম প্লেট ভেঙ্গে ফেলে।
সাদিয়া, তানজিলা, তন্নী, অর্পিতাসহ বিক্ষোভকারী ছাত্রীরা জানান, ১৮ জুলাই থেকে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারি করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে বিক্ষোভ করছেন তারা। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র সাথে কলেজ সরকারিকরণ এর বিষয়ে কথা বলতে চান তরা। তারা জানান ‘এমপি সাহেব এলাকায় থাকলেও আমাদের কথা শুনতে আসেননি।’

Share this content:

Related Articles

Back to top button