জাতীয়বাংলাদেশলিড নিউজ

কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

এবিএনএ : কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে। উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বুধাবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

জানা যায়, মুকলেসুর রহমান বেলা ১১টার দিকে আনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। পরে আনোয়ারা ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করেন। এই দৃশ্য দেখে পাশের বাড়ির নাজমা ও মাজেদা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে হত্যা করেন মুকলেসুর রহমান। পরে হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে পিটিয়ে হত্যা করে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।

Share this content:

Back to top button