কিউবায় বিমান বিধ্বস্ত, শতাধিক যাত্রী নিহত

এবিএনএ : কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানার একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়। বিবিসি জানিয়েছে, অভ্যন্তরীণ রুটের ওই ফ্লাইটটি রাজধানী হাভানা থেকে ১১৩ জন আরোহী নিয়ে দ্বীপ রাষ্ট্রটির পূর্ব অংশের ওলগিনে যাচ্ছিল। এর মধ্যে ১০৪ জনই ছিলেন যাত্রী। তবে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই হোসে মার্তি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। সিএনএন জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে শতাধিক মৃত্যুর খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, বিমানটি বিধ্বস্তের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
Share this content: