আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
কাসেমের স্বজনরা শেষ দেখা করে এলেন

এ বি এন এ : মৃত্যুদণ্ড কার্যকরের আগে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন তার স্বজনরা।
কারা কর্তৃপক্ষ ডেকে পাঠানোর পর শনিবার বিকাল সাড়ে ৩টায় ছয়টি মাইক্রোবাসে করে কাশিমপুর কারাগারের ফটকে উপস্থিত হন মীর কাসেমের স্ত্রী, মেয়ে, পুত্রবধূসহ মোট ৪৬ জন। তাদের মধ্যে মোট ২৩ জনকে কাসেমের সঙ্গে দেখা করার জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়ে বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান।
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা যখন বেরিয়ে আসেন, গাজীপুরে তখন বৃষ্টি চলছে। কারা ফটক থেকে বের হওয়ার পরপরই গাড়িতে উঠে চলে যান তারা।
Share this content: