এবিএনএ: জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপে ‘সবুজ সংকেত’ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে তিনি বৈঠক করেন দেশের তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষাপ্রধান অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
সেখানে সশস্ত্র বাহিনীকে উদ্দেশ করে মোদি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ভারতের জাতীয় সংকল্প। আমাদের সেনাবাহিনীর দক্ষতায় আমার পূর্ণ আস্থা আছে। কখন, কোথায়, কীভাবে আঘাত হানা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আপনাদের রয়েছে।”
প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে সামরিক প্রতিশোধের অনুমতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
বুধবার মোদি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির (CCS) সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। তার আগেই গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হলেন তিনি।
২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করেছে।
এর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও ভারত প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করেছিল। সে সময় জইশ-ই-মোহাম্মদের আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানায় নয়াদিল্লি।
সূত্র: এনডিটিভি
Share this content: