
এবিএনএ : কাশিমপুর কারাগারের সীমানার ভেতরে দুই মালয়েশিয়ানসহ মোট তিনজনকে নামিয়ে দিয়ে নির্বিঘ্নে উড়ে গেছে একটি হেলিকপ্টার।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কারা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঠিক কী কারণে বা কোথা থেকে হেলিকপ্টারটি এসে ওই তিনজনকে নামিয়ে দিয়ে গেল বা হেলিকপ্টারটি কেন আটক করা গেল না- এসব বিষয় কিছুই এখনও স্পষ্ট নয়। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই তিনজনের মধ্যে দুইজন মালয়েশিয়ান ও একজন বাংলাদেশি। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের। তবে কারা এটি ভাড়া নিয়েছিল সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ঘটনা পেছনে বন্দী ছিনতাই বা নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Share this content: