আন্তর্জাতিক

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

এবিএনএ : সিঙ্গাপুরে লরি চাপায় দুই প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মান্দাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এ খবর প্রকাশ করেছে।  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, দুর্ঘটনার পর লরি চালককে গ্রেফতার করা হয়েছে। নিহত দুজনই ‘গ্যামন পিটিই লিমিটেড’ নামের একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন। দ্রুতগামী লরির চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়া হলে অপরজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম আনিস, তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। অপরজনের নাম আব্দুস সালাম ওরফে নুরে আলম। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রায়। শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ দেশে আসার কথা রয়েছে। 

Share this content:

Related Articles

Back to top button