
এবিএনএ : মাদারীপুরের কালকিনিতে গত শুক্রবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম। পরে তাকে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজ।
বিকালে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে স্থানীয় নেতাকর্মীদের চাপের মুখে পড়ে ওই সাংবাদিকের মামলা না নিয়ে উল্টো থানায় তাকে আটকে রাখা হয়। এরপর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক সমাজ। কালকিনির প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মিন্টু বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ মামলা না নিয়ে, উল্টো থানায় হাজতে আটকে রেখেছে। এরপর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে কালকিনি উপজেল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে আবারো থানাহাজতে আটকে রাখা হয়। এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই।
হামলার শিকার সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, হঠাৎ করেই আমার ওপর ১০-১২ জন অতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। এরপর আমার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে স্থানীয় একজন পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমাকে উদ্ধার করে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দেন।
Share this content: