অর্থ বাণিজ্যবাংলাদেশ

কার্বোনেটেড বেভারেজ বুলডোজার নিয়ে এলো প্রাণ

এ বি এন এ : দেশের বাজারে নতুন কার্বোনেটেড বেভারেজ বুলডোজার নিয়ে এসেছে প্রাণ। বৃহস্পতিবার রাজধানীর প্রাণ আরএফএল সেন্টারে এর মোড়ক উন্মোচন করা হয়।

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল) প্রধান পরিচালন কর্মকর্তা এস কে ওয়ারেসুল হাবিব পণ্যটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এএমসিএলের প্রধান বিপণন কর্মকর্তা অরুণাংশু ঘোষ ও এর ব্রান্ড ম্যানেজার নুরুল আফসার।

বুলডোজারের প্রধান বিপণন কর্মকর্তা অরুণাংশু ঘোষ জানান, শক্তিতে ভক্তি এই স্লোগান নিয়ে নতুন এ কোমল পানীয়টি বাজারজাত করছে এএমসিএল।

নতুন এ কার্বোনেটেড বেভারেজ সারাদেশে পাওয়া যাচ্ছে। ২৫০ মিলি কার্বোনেটেড বেভারেজের দাম ধরা হয়েছে ২৫ টাকা।

Share this content:

Related Articles

Back to top button