বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কারাগার থেকে মুক্তি পেলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী

এবিএনএঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উনি (শিমুল) উচ্চ আদালতের জামিন পেয়ে বেলা সাড়ে ১২টায় নরসিংদী কারাগার থেকে মুক্তি পান। ৪৫০ দিন কারাগারে ছিলেন তিনি।’

দীর্ঘদিন কারাগারে থাকায় শিমুল বিশ্বাস অসুস্থ বলেও জানান বিএনপির সহদপ্তর। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের পর পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে সবগুলো মামলায় জামিন পান বিএনপির এই নেতা।

Share this content:

Back to top button