আন্তর্জাতিকলিড নিউজ

একসঙ্গে ৪৩ জন যুক্ত হলেন মোদির মন্ত্রিসভায়

এবিএনএ : মন্ত্রিসভায় বড়সড় রদবদল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিয়েছেন। সেই তালিকায় পশ্চিমবঙ্গের চারজন আছেন। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

যে ৪৩ জন শপথ নিচ্ছেন: নারায়ণ রানে, সর্বনন্দ সোনোওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিষ্ণু, পশুপতি পরশ, কিরেন রিজিজু, রাজ কুমার সিং, হারদিপ সিং পুরি, মনসুখ মন্দাভিয়া, ভুবেন্দ্র যাদব, প্রশোত্তম রুপালা, কিশান রেড্ডি, আনুরগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডাঃ. সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভা করনদলাজে, ভানু প্রতাপ সিং ভার্মা, দর্শনা বিক্রম জর্দোশ, মীনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবী, নারায়ণস্বামী, কৌশল কিশোর, আজয় ভট্ট, বি. এল ভার্মা, আজয় কুমার, চৌহান দেবসিংহ, ভাগওয়ানথ খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রথম ভৌমিক, ডি.আর. সুভাষ সরকার, ডি.আর. ভাগবত কিশন করাদ, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীন পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, ডি.আর. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, জন বারলা, দিন এল মুরুগান এবং নিশিত প্রামানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button