বিনোদনলিড নিউজ

প্রাক্তন স্বামীর বন্ধুর সঙ্গে…

এবিএনএ: অ্যাঞ্জেলিনা জোলি নতুন প্রেমে মজেছেন। হলিউডের এ খ্যাতিমান অভিনেত্রী ও নির্মাতা তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের কাছের বন্ধু অভিনেতা কলিন ফ্যারেলের সঙ্গে দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন বলে হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। অ্যাঞ্জেলিনা জোলিকে তার ছয় সন্তানের মধ্যে চারজনসহ ফ্যারেল অভিনীত ডিজনির সিনেমা ‘ডামবো’র প্রিমিয়ারেও দেখা গিয়েছে। এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের। আরো জানা গেছে যে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

Share this content:

Back to top button