জাতীয়বাংলাদেশলিড নিউজ

সৌদি আরবের সঙ্গে বৈঠকের পরই নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

এবিএনএ: সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে আগামী ২৬ ও ২৭ নভেম্বর বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে নারী কর্মীদের নিয়ে সরকার চিন্তিত বলেও জানান তিনি। আজ শনিবার দুপুরে একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন তিনি।

প্রবাসী কল্যাণ বলেন, ‘নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করব। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেব।’ নারীকর্মী না পাঠালে পুরুষকর্মী নেওয়াও বন্ধ করে দেবে সৌদি আবর কর্তৃপক্ষ- এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘নারীকর্মীর সঙ্গে পুরুষকর্মী সংযুক্ত থাকতেই হবে আমি এটা এগ্রি করি না।’

তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে ‘নির্যাতিত সুমির’ প্রসঙ্গেও সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button