আন্তর্জাতিক
কাবুলে তালেবান হামলায় হতাহত ৩৫

এবিএনএ : আফগানিস্তানের রাজধানী কাবুলের পৃথক স্থানে তালেবান হামলায় একজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনাগুলো ঘটে বলে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কাবুলের পূর্ব উপকণ্ঠে অবস্থিত প্রধান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পশ্চিম কাবুলে পুলিশের এক কার্যালয়ে পৃথক একটি হামলায় ৩৫ জন আহত হয়েছেন।আফগান জঙ্গি সংগঠন তালেবানের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, তারা কাবুলের পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছেন কমপক্ষে দুটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
Share this content: