আন্তর্জাতিকলিড নিউজ

কানাডার ফার্স্টলেডি সোফির গান ‘স্মাইল ব্যাক অ্যাট মি’

এবিএনএ : কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো এক জন সব্যসাচী নারী। তিনি একাধারে টেলিভিশনের উপস্থাপিকা, মডেল, সাংবাদিক, সমাজসেবী এবং গায়িকাও। গত বছর ১৮ জানুয়ারি নিজের কথা ও সুরে তার গাওয়া ‘স্মাইল ব্যাক অ্যাট মি’ গানটি বেশ সুনাম কামিয়েছে সঙ্গীত প্রেমীদের কাছ থেকে। ইউটিউবে এই গানটি লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়েছে। তিনি বলেন, এই গান আমার মেয়েকে নিয়ে লেখা। যা সকলের মন ছুঁয়ে যাবে!
উল্লেখ্য, মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে ডিগ্রিধারী সোফি পেশা জীবনের প্রথমে রিসিপশনিস্ট হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে যোগদান করেন অ্যাডভারটাইজিং ফার্মে। তিন বছর অ্যাডভারটাইজিং ফার্ম, পাবলিক রিলেশন্স এবং সেলসে কাজ করার পর রেডিও এবং টেলিভিশন নিয়ে শিক্ষাগ্রহণ করে সংবাদকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর কুউবেকের ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল এলসিএন এ বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন তিনি। প্রতিবেদক হিসেবে এলসিএনে যুক্ত থাকার পাশাপাশি একটি টেলিভিশন প্রোগ্রাম ও রেডিও প্রোগ্রামের উপস্থাপিকা হিসেবে কাজ করেন তিনি।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে বাবার পথেই হাঁটলেও পরবর্তীতে প্রতিবেদক হিসেবে কাজ করার সময় ২০০৫ সালে একটি চ্যারিটি প্রোগ্রামে সিটিভি টেলিভিশন নেটওয়ার্কের কর্মীদের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তিনি সেলিব্রেটিদের নানা মানবিক কাজের ওপর প্রতিবেদন করতে শুরু করেন। পরবর্তীতে নিজেকে একজন চ্যারিটি কর্মী হিসেবে নিয়োজিত করেন তিনি। কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন এবং ওমেন্স হার্ট এন্ড স্ট্রোক অ্যাসোসিয়েশনের মতো বেশ কয়েকটি চ্যারিটি ফার্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন তিনি।
মন্ট্রিয়লে বেড়ে ওঠার সময়ই জাস্টিন ট্রুডোর সঙ্গে পরিচয় তার। ২০০৩ সালে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ২০০৪ সালের অক্টোবরে তারা আংটি বদল করেন। ২০০৫ সালের ২৮ মে জাস্টিন ট্রুডোর সঙ্গে মন্ট্রিয়লের সেন্ট-মেডেলিন ডি’আউটরেমন্ট চার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে তিন সন্তানের জননী সোফি।
অপর দিকে, প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর মডেল হয়েছেন। আর জাস্টিনের সাথে জুটি হয়েছেন তাঁরই স্ত্রী সোফি গ্রেগোরী। জাস্টিন একজন বক্সার হিসেবেও পরিচিত। উল্লেখ্য, রাজনৈতিক রিংএর বাইরে তাঁর নানামুখি প্রতিভা রয়েছে। কখনো বক্সার, কখনো সমাজ সেবক, কখনো মডেল, কখনো নির্মাতা, কখনো উপস্থাপক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০০৭ সালে জাস্টিন ট্রুডো সিবিসি টেলিভিশনের জন্য ‘দ্য গ্রেট ওয়ার’ নামে প্রথম বিশ্বযুদ্ধে কানাডার অংশগ্রহণের উপর দুই পর্বের মিনি সিরিজ ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেন এবং সিবিসি রেডিও’তে ‘কানাডা রিডস সিরিজ’ উপস্থাপনায় করেছেন দীর্ঘদিন এবং তিনি বেশ ক’টি গ্রন্থের জনক।

Share this content:

Related Articles

Back to top button