কাতালোনিয়ায় পুলিশের হামলায় আহত ৩৩৮

এবিএনএ : কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট ঠেকাতে ভোটারদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়েছে স্পেনের পুলিশ। রোববার ভোট গ্রহণ শুরু হওয়ার পরপর পুলিশের হামলায় কমপক্ষে ৩৩৮জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
রোববার স্থানীয় সময় সকাল ৯টায় ২ হাজার ৩০০ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর কথা জানিয়েছিল কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তবে শনিবার মাদ্রিদ জানিয়েছিল, এসব কেন্দ্রের অর্ধেক তারা বন্ধ করে দিয়েছে। গত মাসে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পরপর স্পেনের কেন্দ্রীয় সরকার একে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছিল। তবে কাতালোনিয়ার সরকার জানিয়েছিল, বাঁধা এলেও তারা গণভোটের আয়োজন করবেন।
রোববার সকালে পুলিশ গিরোনা প্রদেশের একটি শহরের ভোটকেন্দ্রে হামলা চালায়। ওই কেন্দ্রে কাতালোনিয়ার নেতা কার্লস পুইগডিমন্টের ভোট দিতে যাওয়ার কথা ছিল। কেন্দ্রের ভেতরে অবস্থান নেওয়া ভোটাররা দরজা বন্ধ করে রাখলে পুলিশ সেখানকার কাঁচের দরজা ভেঙ্গে ফেলে।
প্রাদেশিক রাজধানী বার্সেলোনার কেন্দ্রে পুলিশ ভোটারদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়েছে। ওই সময় ভোটাররা হাত তুলে ‘আমার শান্তিপূর্ণ লোক’ বলে স্লোগান দিচ্ছিল। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, একজনের চোখে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। তাকে বার্সেলোনার সেন্ট পাউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমদিকে আহতের সংখ্যা ৩৮ বলে জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। পরে এ সংখ্যা বেড়ে ৩৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়।
Share this content: