খেলাধুলালিড নিউজ

ফের চার বছরের জন্য বিসিবি সভাপতি পাপন

এবিএনএ: তিনিই অটো চয়েজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদ নির্বাচনের পর এবার তৃতীয় মেয়াদে বোর্ড সভাপতি হবেন নাজমুল হাসান পাপন- এটা জানাই ছিল। হয়েছেও তাই। আবারও চার বছরের জন্য বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পাপন।নির্বাচন করে আসা ২৩ ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুজন- যে ২৫ জন এবার বোর্ড পরিচালক হয়েছেন, তাদের মধ্যে সর্বজন গ্রহণযোগ্যতা পাপনেরই অনেক বেশি। তাই তিনি যে আবারও বোর্ড প্রধান হচ্ছেন- সেটা একরকম নিশ্চিতই ছিল।

২০১২ সালে আ হ ম মুস্তফা কামালের মেয়াদকাল শেষ হওয়ার পর প্রথমে ৮ মাসের জন্য খণ্ডকালীন বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর এবার নিয়ে নির্বাচনের পর তৃতীয়বারের মত বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন পাপন। বেশ কয়েকজন পরিচালক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা আ জ ম নাসির পরবর্তী ৪ বছরের জন্য বোর্ডপ্রধান হিসেবে নাজমুল হাসান পাপনের নাম প্রস্তাব করেন।

এই পরিচালক পর্ষদের সবচেয়ে সিনিয়র সদস্য এনায়েত হোসেন সিরাজ এবং গাজী গোলাম মুর্তজা পাপ্পা আনুষ্ঠানিকভাবে সে প্রস্তাব সমর্থন করেন। একই সঙ্গে বোর্ডের সকল সদস্যই পাপনের নাম উচ্চারণ করেন। আর তারই সাথে পুনরায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন পাপন। জানা গেছে, নতুন সভাপতি হওয়ার পর তিনি পরিচালকদের উদ্দেশ্যে একটি নাতীদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। সেখানে আগামী ৪ বছরের লক্ষ্য পরিকল্পনার কথাও জানান নতুন বিসিবি বিগ বস।

Share this content:

Back to top button