খেলাধুলালিড নিউজ

সিলেটকে ১৩৭ রানের লক্ষ্য দিল ঢাকা

এবিএনএ : ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আর প্রথম ম্যাচেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে অল্প রানে আটকে দিয়ে চমক দেখিয়েছে এক মৌসুম পরে নতুন রুপে ফিরে আসা সিলেট সিক্সার্স।

নাসির হোসেনের নেতৃত্বে সিলেট টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায়। পুরো ২০ ওভার খেলে ডাইনামাইটসরা ১৩৭ রানের লক্ষ্য দেয় সিক্সার্সদের। এই ১৩৬ রান তুলতেই ঢাকার হারাতে হয় ৭টি উইকেট।

প্রথম ওভারের শেষ বলেই নাসিরের বল ঢাকার ওপেনার মেহেদী মারুফ উঠিয়ে খেলতে গিয়ে ডিপ লেগ স্কয়ারে দাঁড়ানো ফিল্ডার হোয়েটলির হাতে ধরা পড়েন। ফলে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মেহেদী মারুফ।

এরপর ব্যক্তিগত তৃতীয় ওভার করার জন্য আবারও বল হাতে তুলে নেন সিক্সার্স দলপতি নাসির হোসেন। ওভারের পঞ্চম বলটিকে বেশ জোরে মারেন এভিন লুইস। কিন্তু বলটি সীমান পাড় হবার আগেই তালুবন্দী করেন বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা আবুল হাসান। ফলে ২৬ করেই সাজঘরে ফেরেন লুইস।

সিলেটের হয়ে প্লাঙ্কেট ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২টি এবং আবুল হাসান রাজু সমান ওভার করে ২৪ রান দুটি উইকেট তুলে নেন। আর ঢাকার মোসাদ্দেক হোসেন রান আউটের ফাঁদে পরেন।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন লংকান ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকার। এই ইনিংসটিতে ছিল ১ ছয় ও ৩টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এভিন লুইস। তিনি ২৪ বল খেলে করেন ২৬ রান।

আর অধিনায়ক সাকিব আল হাসান করেন ২১ বলে ২৩ রান। আরেক ব্যাটসম্যান আদিল রশিদ ২০ বল খেলে করেন ২০ রান। এছাড়া ঢাকার আর কোনো ব্যাটসম্যান তেমন উল্লেখযোগ্য কোন রান করতে পারেননি।

ধারণা করা হচ্ছিলো, এবারের বিপিএলের উইকেটে রানের ফোয়ারা ছুটবে। সেখানে প্রথম ম্যাচেই তুলনামূলক শক্তিশালী ঢাকা ডাইনামাইটসের এমন লো স্কোরিং ইনিংস অনেকের কপালেই ভাঁজ ফেলেছে। তবে আশার বানী এটাই যে, এটা প্রথম ম্যাচ। আরও অনেক ম্যাচ বাকি।

Share this content:

Related Articles

Back to top button