আমেরিকালিড নিউজ

মার্কিন কংগ্রেসকে ব্রিটিশ রাজবধূর খোলা চিঠি

এবিএনএ: ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল মার্কিন কংগ্রেসের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি একজন মা হিসেবে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করা উচিত বলে উল্লেখ করেছেন। বর্তমানে এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলমান রয়েছে।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে লেখা ওই চিঠিতে তিনি লিখেন,  আমি যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা না। কোনো রাজনীতিবিদও না। আমি অন্যদের মতোই এখানকার একজন নাগরিক। খবর এনডিটিভির।

তিনি লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা আনন্দিত। পরিবারে নতুন সদস্য আগমনের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবাই এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।

Share this content:

Related Articles

Back to top button