
এবিএনএ: রাজধানীর কল্যাণপুরে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। রোববার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে কল্যাণপুর নতুন বাজার ৯ নম্বর বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
Share this content: