
এবিএনএ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৭৪৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৮১ জনে। মোট শনাক্ত দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
Share this content: