এবিএনএ : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আবারও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, মহামারীর এখনো বাকি আছে, এমনকি এর সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি। সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই। ইতিমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি তিন লাখ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একটিই, ‘পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান আরও বলেন, আমরা সবাই চাই এ মহামারী শেষ হোক। সবাই চাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে। কিন্তু এই মহামারী শেষ হওয়ার ধারেকাছেও নেই। বিশ্বে অনেক দেশ যদিও মহামারী কিছুটা সামলে উঠতে পেরেছে, তবু এ মহামারী আসলে আরও গতি পাচ্ছে।