জাতীয়বাংলাদেশলিড নিউজ

করোনার নমুনা পরীক্ষার ফি কমছে

এবিএনএ : করোনার নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার।  এখন থেকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ফি লাগবে ১০০ টাকা।  বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা।

বুধবার  (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।  এর আগে এ সংক্রান্ত সভা হয়।  সভায় এ সিদ্ধান্ত হয়।

দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফিতে করোনা পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো ২০০ টাকা।  আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৫০০ টাকা।

Share this content:

Back to top button