আমেরিকালিড নিউজ

করোনার কাছে হেরে গেলেন আটলান্টিক সিটির প্রিয় মুখ অভিজিত চৌধুরী লিটন

এবিএনএ : মারন ব্যাধি করোনার কাছে হেরে গেলেন নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির প্রিয় মুখ অভিজিত চৌধুরী লিটন। গত পহেলা এপ্রিল,বৃহস্পতিবার সকালে (স্হানীয় সময়) পেন প্রেসবাইটেরিয়ান  মেডিকেল সেন্টারে  চিকিৎসাধীন অবস্হায়
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একান্ন বছর।তিনি বিধবা স্ত্রী, দুই কণ্যা,পিতা,ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
অভিজিত চৌধুরী লিটন এর পৈতৃক নিবাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে।
  তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সহসভাপতি, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শ্রী শ্রী গীতা সংঘের সহসভাপতি পদে আসীন ছিলেন।
তাঁর মৃত্যুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলর জেসি  কার্টজ,
কাউন্সিলর হোসাইন মোর্শেদ, কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও
সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ড এর সভাপতি আবদুর রফিক,সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের
সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান,বিএনপি অব নিউ জারসি স্টেট সাউথ এর
আহবায়ক গিয়াসউদদীন পাঠান ও সদস্য সচিব মো: দিদার, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এর সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক কনক রাউথ, আমেরিকান বাংলাদেশ রিপাবলিকান ক্লাব নিউ জার্সির সহসভাপতি সুজন দাশ ও রওশন উদ্দীন,সাধারন সম্পাদক শেখ শওকত শিমুল আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাধারন সম্পাদক মো: শাহীন, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button