এবিএনএ : করোনাভাইরাস ঝড়ে কাঁপছে ইউরোপের ইতালি। এর মধ্যে প্রতিদিনই বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। আর অস্বাভাবিক এই মৃত্যুর ফলে মর্গে লাশ রাখা নিয়ে বিপাকে পড়েছে ইতালি।
একের পর এক বেড়েই চলেছে মৃতের সংখ্যা কিন্তু সে অনুযায়ী জায়গার সংকুলান হচ্ছে না মর্গে। স্থানীয় একটি চার্চের ধর্মযাজক বলেন, করোনার কারণে প্রতিদিন যেসব মানুষ মারা যাচ্ছেন তাদের নিরাপদে রাখার জায়গা নেই। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি রোগীর তুলনায় হাসপাতালের সংখ্যা সীমিত। হাসপাতালের বেডে রোগীদের রাখার পর্যাপ্ত জায়গা নেই।
চীনের পর প্রাণঘাতী করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। সোমাবার পর্যন্ত পাওয়া খবরে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ১৫৮ জন। করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৬০ জন মানুষ।